অভিনেত্রীদের নিরাপত্তায় সামান্থার অনুরোধ

বেশ কিছুদিন ধরেই যৌন হয়রানির অভিযোগ নিয়ে তোলপাড় ভারতের মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রি। শুধু মালয়ালমই নয়, হেমা কমিশনের রিপোর্টের পর থেকেই নড়েচড়ে বসেছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিও। এই কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে ভেঙে দেওয়া হয় কেরালার সর্বোচ্চ শিল্পী সংগঠন আম্মা বা অ্যাসোসিয়েশন অব মালয়ালম মুভি অ্যাক্টরস। কেরালায় যখন যৌন হয়রানি বিষয়ে একের পর এক অভিযোগ উঠছে, তখন নায়িকাদের সমর্থনে মুখ খুলছেন তেলেগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে হেমা কমিটির প্রশংসা করেছেন সামান্থা। একই সঙ্গে তিনি তেলেঙ্গানা রাজ্য সরকারের প্রতিও আহবান জানিয়েছেন তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে।

অভিনেত্রী লিখেছেন, ‘আমরা যারা তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করি, সবাই হেমা কমিটির প্রতিবেদনকে স্বাগত জানিয়েছি। এই প্রতিবেদনে কেরালার অনেক অভিনেত্রীর অভিযোগ উঠে এসেছে। আমি তেলেঙ্গানা সরকারকেও অনুরোধ করব যৌন হয়রানি নিয়ে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ্যে আনতে। এটা তেলেগু সিনেমায় কাজ করা নারীদের নিরাপত্তা দিতে সাহায্য করবে।

সাত বছর আগে প্রযোজক তথা অভিনেতা দিলীপের বিরুদ্ধে গাড়ির মধ্যে যৌন হেনস্তার অভিযোগ আনেন এক মালয়ালম অভিনেত্রী। সে বছরের জুলাইয়ে অভিনেতাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। কিন্তু এর কিছুদিন পরই জামিনে বের হন অভিনেতা। পুনরায় বিচার শুরু হলেও বিচারকার্য প্রভাবিত করার অভিযোগ আনা হয় দিলীপের বিরুদ্ধে। কিন্তু তা আমলে নেয়নি কেরালা হাইকোর্ট। এরপরও দমে যাননি অভিনেত্রী।

অভিনেত্রীর পাশে তখন দাঁড়াতে থাকেন ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মী। বিষয়টি নিয়ে বেশ চাপে পড়ে কেরালা সরকার। এরপরই গঠন করা হয় হেমা কমিটি। রাজ্য সরকার ২০১৭ সালে তিন সদস্যের বিচারপতি হেমা কমিটি গঠন করলেও রিপোর্ট জমা দিয়েছিল ২০১৯ সালে। আইনি চ্যালেঞ্জের কারণে রিপোর্টটি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। তেলেঙ্গানা সরকারকে কেরালা-স্টাইলে কমিটি গঠন করলে টলিউড অনেক উপকৃত হবে বলেই জানিয়েছেন সামান্থা।