আর্ট পেপারের বদলে পর্দাজুড়ে ছবি আঁকার সুযোগ মিলবে জেন্সল্যাবস পেন ডিসপ্লে ২৪ সিরিজের এই ট্যাবলেট কম্পিউটারে। ২৪ ইঞ্চি ওএলইডি (অরগানিক লাইট-এমিটিং ডায়োড) পর্দার ডিজিটাল ক্যানভাসটিতে ছবি আঁকার জন্য রং বা তুলির প্রয়োজন হয় না। ফলে হাতের কাছে রং, তুলি বা আর্ট পেপার না থাকলেও ইচ্ছেমতো ছবি আঁকা যায়।
ডিজিটাল ক্যানভাসে ছবি আঁকার সময় তুলির বদলে ব্যবহার করতে হয় ডিজিটাল কলম। কালির রং ইচ্ছেমতো পরিবর্তনের সুযোগ থাকায় রং নিয়েও চিন্তা করতে হয় না। চাইলে এক বা একাধিক রঙের মিশ্রণে তৈরি রংও ব্যবহার করা যায় ট্যাবলেট কম্পিউটারটিতে।
জেন্সল্যাবসের তৈরি ট্যাবলেট কম্পিউটারে আঁকা ছবি সহজে ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণও করা যায়। ফলে শৌখিন বা পেশাদার চিত্রশিল্পীরা নিজেদের আঁকা ছবিগুলো অনলাইনে সংরক্ষণের পাশাপাশি পরবর্তী সময়ে সম্পাদনাও করতে পারেন। ট্যাবলেট কম্পিউটারটির দাম ১ হাজার ৯০০ ডলার।
সূত্র: দ্য ভার্জ