জীবনের যেকোনো মুহূর্তে অন্যের সহযোগিতায় এগিয়ে আসা কর্তব্য। কেউ অন্যের মাধ্যমে উপকৃত হলে তার জন্য কল্যাণের দোয়া করা উচিত। রাসুল (সা.) তাঁর প্রিয় সহযোগী আনাস (রা.)-এর একটি দোয়া করেছিলেন। তা হলো-
اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা আকছির মা-লাহু, ওয়া ওয়ালাদাহু, ওয়া বারিক লাহু ফি-মা আ‘ত্বাইতাহু।
অর্থ : ‘হে আল্লাহ, আপনি তার সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দিন এবং আপনি তাকে যা কিছু দান করেছেন, তাতে বরকত দান করুন।’
উপকার : আনাস (রা.) তাঁর মা উম্মে সুলাইম (রা.) থেকে বর্ণনা করেছেন, তিনি মহানবী (সা.)-কে বলেছেন, হে আল্লাহর রাসুল, আনাস তো আপনারই খাদেম। আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তখন রাসুল (সা.) এই দোয়া করেন …
(বুখারি, হাদিস : ৬৩৩৪)