দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময়সমূহ

দোয়া ইবাদতের মূল। মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় যেমন হাদিসে এসেছে : রাসূল (সা.) বলেছেন, ‘দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না।’ (তিরমিজি, হাদিস নম্বর ২১৩৯)। দুনিয়ার কোন মানুষের কাছে যদি আমরা কিছু চাই তখন সে রাগ করে থাকে। কিন্তু আল্লাহ রব্বুল আলামীন আমাদের ওপর এত বেশি দয়ালু যে, তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন। এমনকি না চাইলে তিনি রাগ করেন যেমন হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার ওপর রাগ হন।’ (তিরমিজি, হাদিস নম্বর ৩২৯৫)। এছাড়াও স্বয়ং আল্লাহ তায়ালা নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইব তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন পবিত্র কোরআনে যেমন তিনি বলেন, ‘তোমরা আমার কাছে দোয়া করো। আমি তোমাদের দোয়া কবুল করব।’ (সূরা মুমিন, আয়াত ৬০)।দোয়া ইবাদতের মূল। মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় যেমন হাদিসে এসেছে : রাসূল (সা.) বলেছেন, ‘দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না।’ (তিরমিজি, হাদিস নম্বর ২১৩৯)। দুনিয়ার কোন মানুষের কাছে যদি আমরা কিছু চাই তখন সে রাগ করে থাকে। কিন্তু আল্লাহ রব্বুল আলামীন আমাদের ওপর এত বেশি দয়ালু যে, তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন। এমনকি না চাইলে তিনি রাগ করেন যেমন হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার ওপর রাগ হন।’ (তিরমিজি, হাদিস নম্বর ৩২৯৫)। এছাড়াও স্বয়ং আল্লাহ তায়ালা নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইব তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন পবিত্র কোরআনে যেমন তিনি বলেন, ‘তোমরা আমার কাছে দোয়া করো। আমি তোমাদের দোয়া কবুল করব।’ (সূরা মুমিন, আয়াত ৬০)।