অমুসলিম প্রতিবেশীদের সাথে যে আচরণের শিক্ষা দেয় ইসলাম

আমাদের আশেপাশে যারা থাকেন, সবাই আমাদের প্রতিবেশী। আমাদের পাশে বসবাসকারী, সহপাঠী, সহকর্মী, সফরসঙ্গী সবাইকেই প্রতিবেশী বলা যায়। ইসলামে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, প্রতিবেশীর কাছে ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

خير الأصحاب عند الله خيرهم لصاحبه، وخير الجيران عند الله خيرهم لجاره

আল্লাহর কাছে উত্তম বন্ধু হলো সেই ব্যক্তি যে তার সঙ্গী বা বন্ধুদের কাছে উত্তম এবং উত্তম প্রতিবেশী আল্লাহর কাছে সেই ব্যক্তি যে তার বাস্তব প্রতিবেশীদের কাছে উত্তম বলে বিবেচিত হন। (মুসনাদে আহমদ)

অমুসলিমদের মধ্যে যারা মুসলমানদের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে, তাদের প্রতি মুসলমানদের কর্তব্য অন্য মুসলমান প্রতিবেশীদের মতোই। শুধু ধর্মীয় বিশ্বাসের কারণে কাউকে আলাদা বা একঘরে করে রাখার কোনো ‍সুযোগ নেই।

প্রতিবেশী অমুসলিম হলেও তার সাথে সদাচরণ করা, বিপদাপদে সাহায্য-সহযোগিতা করা, অসুস্থ হলে খোঁজ-খবর নেওয়া ও সাহায্য করা ইসলামের শিক্ষা। প্রতিবেশীর হকের ব্যাপারে কোরআন হাদিসের সব নির্দেশনা তাদের ব্যাপারেও পযোজ্য হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন,

لَا یَنۡهٰىكُمُ اللّٰهُ عَنِ الَّذِیۡنَ لَمۡ یُقَاتِلُوۡكُمۡ فِی الدِّیۡنِ وَ لَمۡ یُخۡرِجُوۡكُمۡ مِّنۡ دِیَارِكُمۡ اَنۡ تَبَرُّوۡهُمۡ وَ تُقۡسِطُوۡۤا اِلَیۡهِمۡ اِنَّ اللّٰهَ یُحِبُّ الۡمُقۡسِطِیۡنَ

দীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি-ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদের ভালবাসেন। (সুরা মুমতাহিনা: ৮)

নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অমুসলিম প্রতিবেশীদের সাথেও সুন্দর আচর‌ণ করতেন, তাদের প্রতিও সামাজিক কর্তব্য পালন করতেন। আনাস (রা.) বলেন, এক ইহুদি বালক আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) খেদমত করত। একবার সে অসুস্থ হলে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে দেখতে গিয়েছিলেন। (সহিহ বুখারি)