সাংবাদিককে গ্রেপ্তার ও সম্পাদকের বিরুদ্ধে মামলায় ২৬ বিশিষ্ট ব্যক্তির উদ্বেগ

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তার ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ২৬ জন লেখক, শিক্ষক, শিল্পী ও সাংবাদিক।

এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তারা বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি–সংক্রান্ত সাধারণ মানুষের বক্তব্যসংবলিত সংবাদ পরিবেশন করায় কাউকে রাতের আঁধারে আটক করা গণতান্ত্রিক দেশে কল্পনাতীত। তারা অবিলম্বে শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও হয়রানিমূলক তথাকথিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাদের পক্ষ থেকে আরও বলা হয়, মধ্যরাতে বিনা পরোয়ানায় শামসুজ্জামানকে আটক, তাকে ও  তার কর্মস্থল নিয়ে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। সেই সঙ্গে তা স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ এবং মানবাধিকার পরিপন্থীও।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শামসুজ্জামান ছাড়াও সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমকর্মীদের আটক ও হয়রানির তথ্য তাদের নজরে এসেছে। দেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে দিন দিন। মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়ছে মতপ্রকাশের স্বাধীনতা। এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তাও হুমকির মুখে। একই সঙ্গে লেখকদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে।

তাই অবিলম্বে শামসুজ্জামানকে মামলা থেকে অব্যাহতি দিয়ে নিঃশর্ত মুক্তি এবং গণমানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তারা।