টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি। বিবৃতিতে ড. ইউনূস বলেন, আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন।
তিনি বলেন, আমি তোমাদেরকে নিয়ে গর্বিত। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেসব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।
২০২২ সালে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ। একই মাঠে একই প্রতিপক্ষ ছিল এবারও। শেষ হাসি হাসল বাংলাদেশই। স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
বাংলাদেশের জয়ের পথে গোল দুইটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। অন্যদিকে, নেপালের হয়ে একটি গোল করেন আমিশা কার্কি।