রিয়াল ও ডলা‌রের কার‌ণে হ‌জের খরচ বে‌ড়েছে: ধর্মপ্রতিমন্ত্রী

বিমান ভাড়ার স‌ঙ্গে সৌ‌দি আরবে ডলার আর রিয়া‌লের দাম বাড়ার কার‌ণে হ‌জের খরচ বে‌ড়ে‌ছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। রোববার (২ এপ্রিল) বিকেলে সেগুনবা‌গিচার এক‌টি হোটে‌লে ধর্ম‌বি‌টের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) আ‌য়ো‌জিত হজ প্যাকেজ-২০২৩ ও ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার ও ইফতার মাহ‌ফি‌লে তি‌নি এ মন্তব‌্য ক‌রেন। বাংলা‌দেশ অং‌শে বিমান ভাড়া কমা‌নো উ‌চিত হজ এ‌জে‌ন্সিস অ‌্যা‌সো‌সি‌য়েশন অব বাংলা‌দেশের সভাপ‌তি এম শাহাদাত হোসাইন তসলিমের এমন বক্ত‌ব্যে দ্বিমত জা‌নি‌য়ে প্রতিমন্ত্রী ব‌লেন, বাংলা‌দেশ অং‌শে হজের খরচ বে‌ড়েছে বিমান ভাড়া বে‌শি হওয়ায়। আর সেটার কারণও আ‌ছে। বিমা‌নের ডে‌টি‌কেটেড ফ্লাইট হজযাত্রী বহন ক‌রে।এই ফ্লাইট ফেরার সময় কো‌নো যাত্রী বহন কর‌তে পার‌বে না। খা‌লি আস‌তে হয়। তাছাড়া গতবার দু‌টি ডে‌টি‌কে‌টেড ফ্লাই‌টে হজযাত্রী বহন করা হয়। এবার হজযাত্রী অ‌নেক বে‌শি হওয়ায় বিমান‌কে আরও দু‌টি ডে‌টি‌কে‌টেড ফ্লাইট বাড়া‌তে হ‌চ্ছে, ফ‌লে তা‌দের খরচও বাড়‌ছে। তাই এবার বিমান ভাড়াও বে‌ড়ে‌ছে। আন্তর্জাতিক বাজারে মুদ্রা তথা ডলার আর রিয়ালের দাম বাড়ায় সৌ‌দি অং‌শে বাংলা‌দে‌শে হ‌জের দাম বে‌ড়ে‌ছে জা‌নি‌য়ে তি‌নি আরও ব‌লেন, এবার আমরা ‌বিমান ভাড়া কমা‌নোর চেষ্টা ক‌রে‌ছি। সুন্দরভা‌বে যা‌তে হজ ব‌্যবস্থাপনা করা যায় সেজন‌্য আমরা কাজ কর‌ছি। ত‌বে আগামী‌তে যা‌তে আ‌গে ভা‌গেই বিমান ভাড়া কমা‌নো যায়, সেজন‌্য হা‌বসহ সংশ্লিষ্ট‌দের সহায়তায় আমরা স‌র্বোচ্চ চেষ্টা কর‌বো। বিমান ভাড়া কিভাবে কমানো যায়, তা নিয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবো। হ‌জের খরচ বৃ‌দ্ধি পাওয়ার পরও নির্ধা‌রিত সম‌য়ে হ‌জের কোটা পূর্ণ হ‌য়ে যা‌বে ব‌লে আশা প্রকাশ ক‌রে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজ নিবন্ধনের শেষ তারিখ আগামী ৫ এপ্রিলের মধ্যে সব কোটা পূরণ হয়ে যাবে। হ‌জে যাওয়া না যাওয়া নি‌য়ে অ‌নিশ্চয়তা থাক‌বে না। প্রতি বছর বিমান ভাড়া বা‌ড়ে, বিমা‌নের কো‌নো জবাব‌দিহিতা নাই মন্তব‌্য ক‌রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ব‌লেন, প্রতি বছর তারা ভাড়া বাড়ায়। দে‌শের অর্থ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তিসহ সা‌র্বিক বিষয় বি‌বেচনা ক‌রে নয়, বরং তারা তা‌দের ইচ্ছামত শুধুমাত্র হজযাত্রী বহ‌নে প্রতি বছর বিমান ভাড়া বৃ‌দ্ধি ক‌রে। এখন তারাই য‌দি হজযাত্রী বহন ক‌রে আর তা‌দের‌কেই য‌দি ভাড়া নির্ধারণ কর‌তে দেওয়া হয় তাহ‌লে তারা তো তা‌দের ইচ্ছামত ভাড়া বাড়া‌বেই। তা‌দের ছাড়া তো হ‌জে যাওয়ার সু‌যোগ নাই, তাই বাড়‌লেও সেটা মান‌তে হ‌বে। এই জায়গা থে‌কে আমা‌দের বে‌রি‌য়ে আস‌তে হ‌বে। হজ যাত্রী‌দের বাঁচা‌তে হ‌বে। তা‌দের কষ্ট বুঝ‌তে হ‌বে। অ‌ভিজ্ঞ অ্যাভি‌য়েশন‌দের দি‌য়ে এক‌টি প্রতি‌ষ্ঠিা‌নিক কা‌রিগ‌রি ক‌মি‌টি গঠন ক‌রার দা‌বি জা‌নি‌য়ে হাব সভাপ‌তি ব‌লেন, এই ক‌মি‌টি প্রতি বছর সা‌র্বিক প‌রি‌স্থি‌তি পর্যা‌লোচনা ক‌রে যৌ‌ক্তিক বিমান ভাড়া নির্ধারণ কর‌বে। তাহ‌লে হ‌জের খরচ অ‌নেক ক‌মে আস‌বে। সৌ‌দি অং‌শে রিয়াল আর ডলা‌রের দাম বাড়ার কার‌ণে হ‌জের খরচ বে‌ড়ে‌ছে জা‌নি‌য়ে হাব সভাপ‌তি ব‌লেন, সৌ‌দি অং‌শে খরচ আ‌গের মতই আ‌ছে কিন্তু ডলার আর রিয়া‌লের দাম বাড়ায় হ‌জের খরচ বে‌ড়েছে। যেমন গত বছ‌রের তুলনায় আমরা এ বছর প্রত্যেকটা নিত‌্যপ্রয়োজনীয় প‌ণ্যের দাম বে‌শি দি‌য়ে কিন‌ছি। এটা মে‌নে নি‌লেও ডলার ও রিয়া‌লের দাম বাড়ায় হ‌জের খরচ বৃ‌দ্ধির বিষয়‌টি আমরা মে‌নে নি‌তে পা‌রি না। প‌রি‌স্থি‌তিও আমা‌দের বুঝ‌তে হ‌বে। বা‌ড়ি ভাড়া নির্ধারণ বিষ‌য়ে তি‌নি ব‌লেন, সরকার আনুমা‌নিক একটা ভাড়া ঠিক ক‌রেন আমরা সরকা‌রি ভাড়াটা অনুসরণ ক‌রি। এবার এই টাকা দি‌য়ে বা‌ড়ি ভাড়া পাওয়া যা‌বে কিনা।কারণ অ‌নেক বা‌ড়ি ভে‌ঙে ফেলা হ‌য়ে‌ছে। ভার‌তের সরকা‌রি পা‌কে‌জ হি‌সে‌বে দে‌শে সরকা‌রি প‌্যা‌কেজ বে‌শি নয়, এমন‌কি ভার‌তে বেসরকা‌রিভা‌বে হ‌জের খরচ ৬ লাখ রু‌পি। তার ম ৮ কি‌লো দূ‌রে আ‌জি‌জিয়া এলাকায় বা‌ড়ি ভাড়া করার কথা ব‌লে‌ছে তারা। সে হি‌সে‌বে আমা‌দের খরচ বা‌ড়ে‌নি। তাছাড়া ই‌ন্দো‌নে‌শিয়ার সা‌থে আমা‌দের মেলা‌নোর সু‌যোগ নাই। এবার বাংলা‌দেশ কোটা পূরণ কর‌তে পার‌লেও অ‌নেক দেশ কোটা ব‌্যবহার কর‌তে পার‌বে না ব‌লেও জানান হাব সভাপ‌তি। শাহাদত হোসাইন তস‌লিম ব‌লেন, হাব সভাপ‌তির দা‌য়িত্ব নেওয়ার পর থে‌কে ব‌্যাগ বা‌ণিজ‌্য, কোটা আর রিপ‌লেসমেন্ট বা‌ণিজ‌্যনসহ অ‌নেক অ‌নিয়ম ছিল। আপনা‌দের সহায়তায় এখা‌তের দুর্নী‌তিবাজ রুই কাত‌লের বিরু‌দ্ধে লড়াই ক‌রে এসব বন্ধ করে‌তে সক্ষম হ‌য়ে‌ছি। আরআরএফ সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদলের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরআরএফের সহ-সভাপতি ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশিদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলনে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত ‌হোসাইন তস‌লিম, হাব মহাসচিব ফারুক আহমেদ সরদার। আরআরএফের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু র সঞ্চালনায় বি‌ভিন্ন ইসলামী দ‌লের নেতা, সাংবা‌দিকসহ পেশাজীবী নেথঅলঅ উপ‌স্থিত ছি‌লেন।