কোটা আন্দোলন: সংসদে আইন পাসের দাবি, সোমবারও চলবে ‘বাংলা ব্লকেড’

কোটাবিরোধী আন্দোলনকারী কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এক দফা দাবি ঘোষণা করে রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন। রবিবার রাত ৮টায় এ ঘোষণা দেন। আন্দোলনকারীদের এক দফা হলো– সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। এ দাবিতে আগামীকাল সোমবারও বিকাল সাড়ে ৩টায় সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন তারা।