কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক

কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে। শোক পালনের সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে কি না এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে শোক পালনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, কোটাবিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এখানে অন্যান্য মন্ত্রীরাও তাদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন, সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটি হলো ওইদিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, কোটা আন্দোলন নিয়ে সংঘাতের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের জন্য একটি শোকপ্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। সেই প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। দ্বিতীয়টি আজ দেশব্যাপী শোক পালন। Ekushey Television Ltd. আরও পড়ুন টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে: কৃষিমন্ত্রী টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে: কৃষিমন্ত্রী গণতন্ত্র মুক্তি দিবস আজ গণতন্ত্র মুক্তি দিবস আজ গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রীর নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালিত নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালিত মালি শান্তিরক্ষা মিশনের উদ্দেশে ১৪০ পুলিশের ঢাকা ত্যাগ মালি শান্তিরক্ষা মিশনের উদ্দেশে ১৪০ পুলিশের ঢাকা ত্যাগ পরিবেশ সুন্দর রাখতে গাছ লাগাতে হবে: পরিবেশ মন্ত্রী পরিবেশ সুন্দর রাখতে গাছ লাগাতে হবে: পরিবেশ মন্ত্রী সর্বশেষ ১০ বছর পরে ‘পদাতিক’এ ফের সৃজিত-সুমন ১০ বছর পরে ‘পদাতিক’এ ফের সৃজিত-সুমন ভারতে ট্রেন লাইনচ্যুত, নিহত ২ ভারতে ট্রেন লাইনচ্যুত, নিহত ২ বরিশালে অপহৃত তিন মাদ্রাসাছাত্রী মাদারীপুরে উদ্ধার বরিশালে অপহৃত তিন মাদ্রাসাছাত্রী মাদারীপুরে উদ্ধার রিপাবলিকানদের সভায় গুলি, ট্রাম্পের সঙ্গে কথা বলবে এফবিআই রিপাবলিকানদের সভায় গুলি, ট্রাম্পের সঙ্গে কথা বলবে এফবিআই এক লাফে কাঁচা মরিচের দাম কমল ২৪০ টাকা এক লাফে কাঁচা মরিচের দাম কমল ২৪০ টাকা কৃষিপণ্য রপ্তানি আরও গতিশীল করার উদ্যোগ কৃষিপণ্য রপ্তানি আরও গতিশীল করার উদ্যোগ কেরালায় ভূমিধসে নিহত ৬, আটকা বহু কেরালায় ভূমিধসে নিহত ৬, আটকা বহু সব খবর Nagad Limted