আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। এ নিয়ে ১৬৭ জনের কার্ড বাতিল হলো। এরমধ্যে ৫ নভেম্বর ২৯ এবং গত মাসে ২০ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়।
৭ নভেম্বর প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর স্বাক্ষরিত এক আদেশে কার্ডগুলো বাতিলের কথা জানানো হয়।
আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২২ এর অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ এর আলোকে তাদের স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।
যেসব সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে—
এদিকে সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়ার ঘটনায় উদ্বেগ জানায় কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। গত ২৯ অক্টোবর সিপিজে এশিয়ার এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে সংগঠনটি এ উদ্বেগ প্রকাশ করে।