বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করেছিলেন লিওনেল মেসি। চোখের জলে বিদায় নিয়েছিলেন ন্যু ক্যাম্প থেকে। সেদিন বলেছিলেন, ‘আমি আবার ফিরে আসব।’ তারপর দুই বছরের চুক্তিতে নাম লেখান পিএসজিতে। যা শেষ হতে চললো। মেয়াদ শেষে ফের মেসি হবেন ফ্রি অ্যাজেন্ট। তখন নতুন কোনো ক্লাবে যেতে আর কোনো বাধা থাকবে না।
তবে প্রশ্ন উঠছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না হলে কোন ক্লাবে যাবে মেসি? বিশ্বকাপ শেষে গুঞ্জন উঠেছিল, ইন্টার মিয়ামিতে যেতে পারেন তিনি। তবে বাতাসে ভেসে ভেড়ায় পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চলেছেন সর্বকালের সেরা এই ফুটবলার। ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মারকাত’-ও জানিয়েছে, শৈশবের ক্লাবে ফেরার কথা গুরুত্ব দিয়েই নাকি ভাবছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
তবে সেখানে যেতে হলে মেসিকে তিনটি শর্ত মানতে হবে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুন্দো দিপোর্তিভো’। সেখানে বলা হয়েছে, মেসিকে ফেরাতে কোনো তোড়জোড় নেই বার্সেলোনার। বরং সাতবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা ফিরতে চাইলে মানতে হবে তিনটি শর্ত। সেই শর্তগুলো হলো—
আগ্রহ নিজেকেই দেখাতে হবে
বার্সেলোনায় ফিরতে চাইলে মেসির পক্ষ থেকেই নিজের ইচ্ছে জানাতে হবে। সেটা তিনি নিজে অথবা অ্যাজেন্টের মাধ্যমেও জানাতে পারবেন। চাইলে শুধুমাত্র কোচ জাভি হার্নান্দেজের কাছে নিজের আগ্রহের কথা জানালেও চলবে। যদি ক্লাবের কোনো খেলোয়াড়ের মাধ্যমেও ফেরার ইচ্ছা জানান মেসি, তাহলেও ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।
নতুন নেতৃত্বের অধীনে খেলার মানসিকতা থাকতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বার্সা ক্যারিয়ারের শেষভাগে কাতালান ক্লাবটিতে নেতৃত্ব দিয়েছেন। সেখানে ফিরলে আর্মব্যান্ড আবার পরতে চাইতে পারেন। তবে সেটা হচ্ছে না। কারণ দ্বিতীয় শর্তটাই নতুন নেতৃত্বের অধীনে খেলার মানসিকতা তার থাকতে হবে। এছাড়া দল গঠনেও কোনো রকম হস্তক্ষেপ তিনি করতে পারবেন না। অর্থাৎ, দলের ওপর মেসির নিয়ন্ত্রণ সীমিত থাকবে।
বেতন কম নিতে হবে
ক্যারিয়ারের সায়াহ্নে চলে এলেও এখনও উচ্চ বেতনভোগী ফুটবলারদের একজন মেসি। পিএসজিতে সপ্তাহে ৮ কোটি ২৯ লাখ টাকার মতো পারিশ্রমিক পান। তবে বার্সায় ফিরলে অল্প বেতনেই সন্তুষ্ট থাকতে হবে তাকে। লা লিগার বেতনসীমাসংক্রান্ত নীতি অনুযায়ী তিনি যতটুকু প্রাপ্য হবেন, তার বেশি বেতন নিতে পারবেন না।