যুব এশিয়া কাপের শুরুতেই মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান

এ মাসেই শুরু হতে যাচ্ছে যুব এশিয়া কাপের লড়াই। সংযুক্ত আরব আমিরাতে আসরের উদ্বোধনী ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন আফগানিস্তানের মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

চারটি করে দুই গ্রুপে মোট আট দলের অংশগ্রহণে এবারের লড়াই হবে ওয়ানডে ফরম্যাটে। লড়াই শুরু আগামী ২৯ নভেম্বর।

আফগানিস্তান ছাড়াও ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ও পাঁচবারের রানার্সআপ শ্রীলঙ্কা। ‘এ’ ভারত-পাকিস্তানের সঙ্গী জাপান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ তিনটি ম‍্যাচই খেলবে দুবাইয়ে। ২৯ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের একদিন পর তারা খেলবে নেপালের বিপক্ষে। গ্রুপ পর্বে নিজেদের সবশেষ ম‍্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার, ৩ ডিসেম্বর।

‘বি’ গ্রুপের চার দল মাঠে নামবে ৩০ নভেম্বর। দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। শারজাহতে খেলবে জাপান ও আরব আমিরাত।

একদিন পর দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে খেলবে পাকিস্তান। সেদিন শারজাহতে জাপানের মুখোমুখি হবে টুর্নামেন্টের সফলতম দল ও আটবারের চ্যাম্পিয়ন ভারত।

গ্রুপ পর্বের লড়াইয়ের শেষ দিন, ৪ নভেম্বর ভারত খেলবে স্বাগতিকদের বিপক্ষে। পাকিস্তান লড়বে জাপানের বিপক্ষে।

৬ ডিসেম্বর একই সময়ে দুবাই ও শারজাহতে হবে দুটি সেমি-ফাইনাল। পরের দিন ফাইনাল দুবাইয়ে।