ভেনেজুয়েলার সঙ্গে খেলতে যে কারণে মায়ামিতে ক্যাম্প আর্জেন্টিনার

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচের আগে মায়ামিতে ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে। লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন দল, ১০ অক্টোবর মাতুরিনের মোনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে। তবে আর্জেন্টিনা দল সরাসরি ভেনেজুয়েলায় না গিয়ে মায়ামিতে প্রস্তুতি নিতে যাচ্ছে, যা মূলত দুই দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে।

আর্জেন্টিনা দলকে, বিশেষ করে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের ম্যাচগুলোর জন্য দেশের বাইরে ক্যাম্প করতে হয় না। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ২০২৩ সালে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের কারণে ভেনেজুয়েলার আকাশসীমা আর্জেন্টিনার বিমান সংস্থাগুলোর জন্য বন্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার সাথে আর্জেন্টিনার বিভিন্ন খেলার দলগুলোর ভ্রমণকে বাধাগ্রস্ত করেছে। কদিন আগে রিভার প্লেট এবং রোসারিও সেন্ট্রাল ক্লাব কোপা লিবার্তাদোরেসে খেলার সময়ও ভ্রমণ জটিলতায় পড়েছিল।

এদিকে সোমবার আর্জেন্টিনার একটি ফেডারেল আদালত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো ক্যাবেলোর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই গ্রেফতারি আদেশ ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ভেনেজুয়েলায় ভ্রমণের জটিলতার পাশাপাশি দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক অস্থিরতা ফুটবল খেলায় একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।

মায়ামিতে আর্জেন্টিনার ক্যাম্প করার আরেকটি কারণ লিওনেল মেসি এখন ফ্লোরিডার এই শহরটিতে থাকেন। এবং ইন্টার মায়ামি দলের প্রশিক্ষণ মাঠ আর্জেন্টিনা দলের জন্য পরিচিত একটি স্থান। চোটের কারণ আগের দুটি বাছাই মিস করা মেসির ভেনেজুয়েলার ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে।

১০ অক্টোবরে ভেনেজুয়েলার সঙ্গে খেলার পর দেশে ফিরে ১৫ অক্টোবর বলিভিয়ার সঙ্গে খেলবে আর্জেন্টিনা। বর্তমানে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে তারা।