ব্রাজিলের বিপক্ষে জাপানী মেয়েদের রোমাঞ্চকর জয়

প্যারিস অলিম্পিক গেমস নারী ফুটবলের ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয় জাপান। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় লাতিনের মেয়েদের স্তব্দ করে দেয় এশিয়ার মেয়েরা। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

ম্যাচের ৫৬ মিনিটে জেনিফারের গোলে ৯০ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল ব্রাজিল। ঠিক তখনই পেনাল্টি পায় জাপান। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান কুমাগাইয়ে। এরপর অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে বসে জাপান। তাতে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার দলটি।

জাপানের জয়ে জমে উঠেছে গ্রুপ পর্বের লড়াই। এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হতো ব্রাজিলের। তবে এখনই সব শেষ হয়ে যায়নি ব্রাজিলের, কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তাদের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে জিততেই হবে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে জাপানের ম্যাচের দিকেও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপান যদি হেরে যায় এবং ব্রাজিল যদি জিতে যায় তাহলে কোয়ার্টারে ফাইনালে চলে যাবে ব্রাজিল।

আর জাপান যদি জিতে যায় আর ব্রাজিল যদি হেরে যায় সেক্ষেত্রে কোয়ার্টারে চলে যাবে জাপান।

অন্যদিকে, গ্রুপে সবার উপরে আছে স্পেন। দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে স্প্যানিশ মেয়েরা। আর একটি করে জয় পেয়েছে ব্রাজিল ও জাপান। তাদের দুই দলেরই পয়েন্ট এখন সমান ৩। গ্রুপের তলানিতে আছে নাইজেরিয়া। দুই ম্যাচের দুটিতেই হেরেছে তারা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে স্পেনের বিপক্ষে। কোয়ার্টারে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই ব্রাজিলের। অন্যদিকে নাইজেরিয়ার মুখোমুখি হবে জাপান। কোয়ার্টার ফাইনালে যেতে হলে জাপানেরও জয়ের কোনও বিকল্প নেই।

তবে দুই দলই যদি ড্র করে, সেক্ষেত্রে গোলের হিসেবে কোয়ার্টারে চলে যেতে পারে জাপান। দুই ম্যাচে জাপান গোল করেছে ৩টি এবং হজম করেছে ৩টি। অন্যদিকে ব্রাজিল গোল করেছে ২টি এবং হজম করেছে ২টি।