বিপিএলের একাদশ আসরের ড্রাফটে প্রথম খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পায় নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী।আর প্রথম সুযোগেই ফ্র্যাঞ্চাইজিটি দলে ভেড়ায় পেসার তাসকিন আহমেদকে।এদিকে, ঢাকা ক্যাপিটাল নিজেদের প্রথম ডাকে লিটন কুমার দাসকে দলে নিয়েছে।অপরদিকে প্রথম ডাকে অবিক্রিত থাকা বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দ্বিতীয় ডাকে দলে নিয়েছে ফরচুন বরিশাল।
এছাড়া চিটাগাং কিংস দলে ভিড়িয়েছে বাঁহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারিকে।খুলনা টাইগার্স নিয়েছে হাসান মাহমুদ, রংপুর রাইডার্স নাহিদ রানা, সিলেট স্ট্রাইকার্স রনি তালুকদার ও ফরচুন বরিশাল মাহমুদউল্লাহকে প্রথম ডাকে দলে নেয়।
ঢাকা ক্যাপিটাল:
সরাসরি চুক্তিতে: তানজিদ হাসান তামিম ও মোস্তাফিজুর রহমান।
ড্রাফট থেকে: লিটন দাস, হাবিবুর রহমান সোহান,
সিলেট স্ট্রাইকার্স:
সরাসরি চুক্তিতে: জাকের আলি অনিক।
ধরে রাখা: জাকির হাসান ও তানজিম হাসান সাকিব।
ড্রাফট থেকে: রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা,
চিটাগাং কিংস:
সরাসরি চুক্তিতে: সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম।
ড্রাফট থেকে: শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন,
দুর্বার রাজশাহী:
সরাসরি চুক্তিতে: এনামুল হক বিজয়।
ড্রাফট থেকে: তাসকিন আহমেদ, জিসান আলম,
ফরচুন বরিশাল:
সরাসরি চুক্তিতে: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
ধরে রাখা: তাওহিদ হৃদয়।
ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম,
নাজমুল হোসেন শান্ত (দ্বিতীয় ডাকে)
রংপুর রাইডার্স:
সরাসরি চুক্তিতে: মোহাম্মদ সাইফউদ্দিন।
ধরে রাখা: নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসান।
ড্রাফট থেকে: নাহিদ রানা, সাইফ হাসান,
খুলনা টাইগার্স:
সরাসরি চুক্তিতে: মেহেদী হাসান মিরাজ।
ধরে রাখা: আফিফ হোসেন ও নাসুম আহমেদ।
ড্রাফট থেকে: হাসান মাহমুদ, নাঈম শেখ।সূত্র: কালের কণ্ঠ