বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার থেকে মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে “ বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্ট-২০২৪” শুরু হবে।
এবারের টুর্নামেন্টে ৭টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ গ্রহণ করবে। দলগুলা হলো: এ-গ্রুপ : ধুমকেতু ক্লাব, যোশে ফাইটস ক্লাব, বকসি বাজার ক্লাব ও বিকেএসপি এবং বি-গ্রুপ- বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ।
বিকাল সাড়ে তিনটায় ফেডারেশনের সভাপতি ডা: শামীম নেওয়াজ প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ নৌ বাহিনী বনাম বাংলাদেশ বিমান বাহিনী।