টি-টোয়েন্টি আমেজে ব্যাটিংয়ে টেস্টে হোয়াইট ওয়াশের উৎসব ইংল্যান্ডের

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে এন্ডারসনের বিদায়ী সিরিজ এবং জো রুটের মাইলস্টোন সিরিজকে স্মরণীয় করে রেখেছে ইংল্যান্ড।

বার্মিংহ্যামে অনুষ্ঠিত সিরিজের শেষ টেস্টে একদিন হাতে রেখে ১০ উইকেটে জিতে হোয়াইট ওয়াশের উৎসব করেছে ইংল্যান্ড।

বার্মিংহামে জো রুটের ১২ হাজারী ক্লাবের সদস্যপদের টেস্টে প্রথম ইনিংসে ৯৪ রানের লিড নিয়ে জয়ের আবহ পায় ইংল্যান্ড।

তৃতীয় দিন শেষে ৩৩/২ স্কোরে ইনিংস হারের শঙ্কা পর্যন্ত দেখেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে লুইস (৫৭) এবং কাভেম হজের (৫৫) ব্যাটিংয়ে স্কোর  ১৭৫/১০ পর্যন্ত টেনে নিতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশ পেসার মার্ক উড ৫ উইকেট পেয়েছেন (৫/৪০)।

৮৭ রানের টার্গেট দ্রুততম সময়ের মধ্যে পাড়ি দিতে ব্যাটিং অর্ডারে এনেছে ইংল্যান্ড পরিবর্তন। বেন ডাকেটের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন বেন স্টোকস। দু’জনেই করেছেন টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং।

মাত্র ২৬ বলে ইংল্যান্ড হাফ সেঞ্চুরি করেছে। টেস্টে দলগত ফিফটিতে এটি যুগ্নভাবে দ্রুততম। নটিংহ্যামে আগের টেস্টে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৬ বলে ফিফটি করেছিল ইংল্যান্ড। টেস্টে দলগত দ্রুততম ৪টি হাফ সেঞ্চুরির সব ক’টিই এখন ইংল্যান্ডের দখলে।

বেন স্টোকস ২৪ বলে পূর্ণ করেছেন হাফ সেঞ্চুরি।  ২০৩.৫৭  স্ট্রাইক রেটে ব্যাটিংয়ে ২৮ বলে ৯ চার, ২ ছক্কায় ৫৭ রানে ছিলেন অপরাজিত। বেন ডাকেট ১৬ বলে ৪ বাউন্ডারিতে ছিলেন ২৫ রানে অপরাজিত।

ওয়েস্ট ইন্ডিজ : ২৮২ ও ১৭৫
ইংল্যান্ড : ৩৭৬ও ৮৭/০ (৭.২ ওভারে)
ফল : ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : মার্ক উড (ইংল্যান্ড)।
প্লেয়ার অব দ্য সিরিজ : অ্যাটকিনসন (ইংল্যান্ড)।