বিগত কয়েক বছর ধরেই সাফল্যের জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো সময় যাচ্ছে না তার। ক্লাব ইন্টার মায়ামির হয়ে টানা দুই হারের পর আর্জেন্টিনার জার্সিতে হেরেছেন প্যারাগুয়ের কাছে। ক্যারিয়ারে মাত্র তিনবার এমন টানা হার দেখলেন মেসি।
মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দুই ম্যাচে পরপর ২-১ গোলে হেরেছে মেসির মায়ামি। এরপর গত পরশু আকাশি-সাদা জার্সি গায়ে দিয়ে প্যারাগুয়ের কাছে একই ব্যবধানে হেরেছেন এলএমটেন।
২০০৪ সালে পেশাদার ফুটবল শুরু করা মেসি এমন বিব্রতকর রেকর্ডের স্বাদ পেয়েছেন ২০১৪ ও ২০১৬ সালে। ২০১৪ সালের ৯ এপ্রিল অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকে ছিটকে যায় মেসির বার্সা। তিনদিন পর গ্রানাডার মাঠে গিয়ে ১-০ গোলে হারে কাতালানরা। আর পরের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেলরের ফাইনালে বার্সার হার ২-১ ব্যবধানে।
২০১৬ সালে বার্সার জার্সিতে মেসি ৯ এপ্রিল হারেন রিয়াল সোসিয়েদাদের কাছে। ১৩ এপ্রিল সেই অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ২-০ ব্যবধানে হার। পরে ১৭ এপ্রিল লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরে যায় বার্সেলোনা।
মেসিদের পরবর্তী ম্যাচ পেরুর বিপক্ষে। আগামী সোমবার সকালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলবেন মেসি। সেই ম্যাচে হারলেই ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা চার হার দেখতে হবে মেসিকে। সেই ম্যাচে আর্জেন্টিনা পাচ্ছে না দলের দুই ডিফেন্ডার নাহুয়েল মলিনা ও ক্রিস্তিয়ান রোমেরোকে।