সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ২৭ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএলের ১১তম আসর। তার আগে আগামী ১৪ অক্টোবর রাজধানীর সোনারগাঁও হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট। এ উপলক্ষে দেশি ক্রিকেটারদের ৬টি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ‘এ’ থেকে ‘এফ’ ক্যাটাগরিতে মোট ১৮৮ জনকে রাখা হয়েছে ড্রাফটে।
দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এবার কমানো হয়েছে বিপিএলের পারিশ্রমিক। একাদশ আসরে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৬০ লাখ টাকা। গত আসরে এই পরিমাণ ছিল ৮০ লাখ। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা হচ্ছেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও তাসকিন আহমেদ।
‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক গতবার ৫০ লাখ টাকা থাকলেও এবার তারা পাবেন ৪০ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন- মাশরাফি বিন মুর্তজা, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, জাকের আলী ও শামীম হোসেন।
এছাড়া এবার ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ২৫ লাখ টাকা, ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটাররা ১৫ লাখ ও ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১০ লাখ করে টাকা।
বিপিএলের এই আসরে খেলবে ৭টি দল। এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকলেও আছে দুর্বার রাজশাহী। গতবারের চারটি ফ্রাঞ্চাইজি এবারও খেলবে। দলগুলো হচ্ছে- ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। দলের নাম পরিবর্তন করে আসছে ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস।