গোল্ডেন গ্লাভসের মালিক যেন মার্তিনেজই

আর্জেন্টিনা শিরোপা জিতবে আর এমি মার্তিনেজ গোল্ডেন গ্লাভস পাবেন- গত চার বছর ধরে এটাই যেন নিয়ম হয়ে গেছে। আজ শেষ হওয়া কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কারটা উঠেছে মার্তিনেজের হাতেই। এই নিয়ে টানা তিনটি মেজর টুর্নামেন্টের সেরা গোলকিপার হলেন ‘বাজপাখি’।

২০২১ কোপা আমেরিকায় তো এমি মার্তিনেজের খেলার কথাই ছিল না। মূল গোলকিপার আরমানি করোনায় আক্রান্ত হওয়ায় সুযোগ পান এমি। মুফতে পাওয়া সেই সুযোগ তিনি যেভাবে কাজে লাগালেন, সেটা অবিশ্বাস্য। ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোনো শিরোপা জিতল আর্জেন্টিনা। ৪টি দুর্দান্ত সেভে গোল্ডেন গ্লাভস উঠল এমির হাতে।

এরপর এমিই হয়ে উঠলেন গোলপোস্টের সামনে আর্জেন্টিনার প্রথম পছন্দ। ২০২২ কাতার বিশ্বকাপে টাইব্রেকারের নায়ক এমি পেলেন ‘বাজপাখি’ স্বীকৃতি। ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জিতল আর্জেন্টিনা। গোল্ডেন বুট হাতে এমির সেই দুষ্টুমি মাখানো পোজ ইতিহাসে স্থায়ী হয়ে গেল। দুই বছর পর আবার এলো কোপা আমেরিকা। আবারও শিরোপা জিতল আর্জেন্টিনা আর সেরা গোলকিপার হলেন মার্তিনেজ।