গুঞ্জন সত্যি করে মেসিদের কোচ হলেন মাচেরানো

অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্জেন্টিনার সাবেক হাভিয়ের মাচেরানো। ফলে দীর্ঘদিনের সতীর্থ এই সতীর্থকে ক্লাবে নতুন ভূমিকায় পেলেন লিওনেল মেসি।বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে মায়ামি ওয়েবসাইটে এক বিবৃতিতে মাচেরানোকে তিন বছরের চুক্তিতে দায়িত্ব দেওয়ার কথা জানায় ইন্টার। যেখানে ২০২৭ সাল পর্যন্ত মেজর সকার লিগের দলটির ডাগআউটে দেখা যাবে এই ডিফেন্সিভ-মিডফিল্ডারকে।

সম্প্রতি ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সরে দাঁড়ান কোচ জেরার্দো তাতা মার্তিনো। তার জায়গাতেই স্থলাভিষিক্ত হচ্ছেন মাচেরানো। ওয়ার্ক পারমিট পেলেই কাজ শুরু করবেন তিনি।

এর আগে ২০১০ থেকে ১৮ পর্যন্ত বার্সেলোনার জার্সিতে মেসির সঙ্গে মাঠ মাতিয়েছেন মাচেরানো। পেয়েছেন অনেক অনেক সাফল্য। ক্লাব ফুটবলে তিনি আরও খেলেছেন রিভার প্লেট, করিন্থিনিয়ান্স ও লিভারপুলে। আর্জেন্টিনা জাতীয় দলেও এক যুগের বেশি সময় একসঙ্গে খেলেছেন মেসি ও মাচেরানো।

মাচেরানো ২০১৮ সালে ক্যারিয়ারের ইতি টানেন। পরে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও আর্জেন্টিনা অলিম্পিক দলে কোচিং করানো এই বার্সেলোনা গ্রেট এবারই প্রথম কোনো ক্লাবের কোচ হলেন।

এদিকে ‘দা লিটল বস’ ডাকনামে পরিচিত মাসচেরানো নতুন ঠিকানায় মেসি ছাড়াও বার্সেলোনা সতীর্থদের মধ্যে লুইস সুয়ারেস, জর্দি আলবা ও সের্হিও বুসকেতসকেও কোচিং করাবেন।