ইংল্যান্ডের ‘দা হান্ড্রেড’ ড্রাফটে সাকিব-তামিম-লিটন-সৌম্য

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ইংল্যান্ড ১০০ বলের ক্রিকেট উত্তাপ ছড়াবে। ৮টি পুরুষ এবং ৮টি নারী দলের অংশগ্রহনে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দা হান্ড্রেড’ টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ২৩ জুলাই। এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২০ মার্চ লন্ডনে হবে ড্রাফট। ১০০ বলের এই টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের আসরে ড্রাফটের জন্য নাম নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। যেখানে আছেন মোট ৮৯০ জন ক্রিকেটার। এর মধ্যে ৩৮৯ বিদেশিসহ পুরুষ ক্রিকেটার ৬৩৪ জন। ড্রাফট থেকে দল পাবেন ৭৫ ক্রিকেটার। প্রকাশিত ড্রাফট লিস্টে আছেন বাংলাদেশের ১৬ জন। ৭৫ হাজার পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান।তামিম ইকবাল ও লিটন দাসের ভিত্তি মূল্য ৬০ হাজার পাউন্ড। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম আছেন ৫০ হাজার পাউন্ড ক্যাটাগরিতে। ড্রাফটে সর্বশেষ ক্যাটাগরিতে আছেন তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, জাকের আলি, সৌম্য সরকার, রনি তালুকদার, তানজিদ হাসান, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও হাসান মাহমুদ। এই ক্যাটাগরির ক্রিকেটারদের কোনো ভিত্তিমূল্য ধরা হয়নি। মেয়েদের ড্রাফটে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার জাহানারা আলম। তবে তার ভিত্তিমূল্য ধরা হয়নি। ড্রাফটে সবচেয়ে দামি গ্রেডের ভিত্তিমূল্য ১ লাখ ২৫ হাজার পাউন্ড। ড্রাফটে যে ক্যাটাগরিতে আছেন অস্ট্রেলিয়ার জস ইংলিশ, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুউজ, নিউ জিল্যান্ডের ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, এবং আঙ্গাস ম্যাকেঞ্জি, ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন ও নিকোলাস পুরান। ১ লাখ পাউন্ডের ড্রাফট লিস্টে আছেন রাহমানুল্লাহ গুরবাজ, মুজিব উর রহমান, হযরতউল্লাহ জাজাই, ওয়েস্ট ইন্ডিজের কায়রণ পোলার্ড ও সামার জোসেফ, পাকিস্তানের হাসান আলী ও নাসিম শাহ, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা।