নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ নেতা এবং দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাহামুদ হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-২ একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার সকালে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি মো. ফজলুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
মাহামুদ হাসান রাজধানীর মোহাম্মদপুর এলাকার মৃত মো. নুরুল আমিনের ছেলে। তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে হিযবুত তাহরীরের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব জানিয়েছে, মাহামুদ হাসান রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০৯ সালে এসএসসি এবং ২০১১ সালে এইচএসসি ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। তিনি ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকের মাধ্যমে হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত হন। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গীবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।
র্যাব আরও জানিয়েছে, মাহামুদ হাসান এর আগে এজাহার নামীয় ও চার্জশিটভুক্ত হিযবুত তাহরীরের শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে জামিনে বের হয়ে পলাতক থেকে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর ও পল্টন থানায় ৩টি মামলা রয়েছে। মোহাম্মদপুর থানার মামলায় আদালত তাকে ২ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।