বিএনপির অফিস পোড়ানো মামলায় আ.লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটায় অভিযানে দুই আওয়ামী লীগ নেতাসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার ( ৮ মার্চ) রাতে উপজেলার বাদুরতলা ও কাকচিড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মাইনুদ্দিন খান জানান, শনিবার রাতভর পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযান চালায় কোস্টগার্ড। এসময় বাদুরতলা এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ও পাথরঘাটা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও জিনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে আটক করেন তারা।

এরপর কাকচিড়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সদস্য ইয়াসিন আলী ও আবু হানিফকে আটক করেন।

পরে পাথরঘাটা উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রবিবার (৯ মার্চ) বিকালে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।