বানেশ্বরে ছাত্রদের হাতে মোটরসাইকেল চোর আটক

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে বিএনসিসি ক্যাডেট কোর ও  ছাত্ররা চোরাই মোটরসাইকেলসহ চোরকে আটক করেছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলসহ আলম (৩৬) নামের ওই চোরকে আটক করা হয়। পরে দায়িত্বরত ছাত্ররা সেনাবাহিনীকে ডেকে পুঠিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়। আটক চোর জয়পুরহাট জেলার কালাই থানার সান্দইল গ্রামের জলিলের ছেলে।

জানা যায়, দুপুর দেড়টার দিকে রাজশাহী দিক নাটোর দিকগামী ডিসকভার ১২৫ সিসি(রাজশাহী হ ১৪-১৭৬০) মোটরসাইকেল দাঁড় করায়। মাথায় হেলমেট, গাড়িতে চাবি নাই কেন এবং গাড়ির ঘর লক ভাংগা কেন জিজ্ঞাসাবাদ করতে থাকলে মোটরসাইকেল আরোহী আলম গাড়ি থেকে নেমে দোড়দেয়।
এসময় বিএনসিসি ক্যাডেট কোরের রাব্বি হাসান রেজাউয়ান, তৌফিক, হৃদয় ও ছাত্র আনদোলনের সেবা ফান্ডেশনের পরিচালক প্রান্ত শাহরিয়ার অয়ন, সামিউল ইসলাম, ইসয়াক নুর, আকাশ, শাওন, তানভীর, মুগ্ধ, দুর্যয়, প্রতম, ধাওয়া করে আটক করেন। ছাত্রদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আটক আলম স্বীকার করে বলেন সে মোটরসাইকেল চুরি করে জয়পুরহাট নিয়ে যাচ্ছিলেন।
দায়িত্বরত ছাত্ররা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সেনাবাহিনীকে ডেকে পুঠিয়া থানা পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ মোটরসাইকেলটি ও চোরকে থানা হেফাজতে নেন।