ট্রাফিক আইন অমান্য: দুই দিনে ঢাকায় ৭৬ লাখ জরিমানা, ২১৬৬ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই দিনে ২ হাজার ১৬৬ মামলা ও ৭৬ লাখ ২৮ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এছাড়া অভিযানকালে ১৮৪টি গাড়ি ডাম্পিং ও ৯৪টি গাড়ি রেকার করা হয়েছে।

গত বৃহস্পতি ও শুক্রবারের অভিযানে ডিএমপির ট্রাফিক বিভাগ এসব মামলা ও জরিমানা করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।