চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন বলুয়ারদিঘির পাড় এলাকায় নিজের মেয়ে শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে বাবাকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ মার্চ) দিবাগত রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, ‘‘গ্রেপ্তার ব্যক্তি চট্টগ্রামের একটি মার্কেটে নিরাপত্তাপ্রহরী হিসেবে কাজ করেন। ভুক্তভোগী শিশুটির মা একজন পোশাক শ্রমিক। স্ত্রী কাজে চলে যাওয়ার পরে তিনি নিজের মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ।’’ক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’’