কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুল্লাহ (১০) নামের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ মে) গ্রেপ্তার শিক্ষক সিরাজুল হককে (২৫) আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শনিবার দুপুরে নির্যাতিত শিশুটির বাবা দৌলতপুর থানায় শিশু বলাৎকারের অভিযোগে মামলা করেন। মামলার এজাহার নামীয় শিক্ষক সিরাজুলকে বিকেলে মাদরাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সিরাজুল দৌলতপুর উপজেলার হোসেনাবাদ ফজলুল হক উলুম বহুমুখী মাদরাসার শিক্ষক ও নাটোর জেলার বড়বাড়িয়া গ্রামের আইনাল হকের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, হোসেনাবাদ ফজলুল হক উলুম বহুমুখী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র আব্দুল্লাহকে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নিজ কক্ষে ডেকে নেয় শিক্ষক সিরাজুল হক। এসময় তাকে জোরপূর্বক বলাৎকার করে এবং ঘটনাটি কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দেয়। পরে শিশুটি শনিবার সকালে বলাৎকারের ঘটনাটি তার পিতা রফিকুল ইসলামকে জানালে তিনি দৌলতপুর থানা পুলিশকে জানায়।
এঘটনায় প্রাথমিক তদন্তে মাদরাসা শিক্ষক সিরাজুল হককে আটক করে থানায় এনে জিজ্ঞাসা করলে সে ঘটনার দায় স্বীকার করে।
এ বিষয়ে হোসেনাবাদ ফজলুল হক উলুম বহুমুখী মাদরাসার সুপার শামসুজ্জোহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষক সিরাজুল হককে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক ওসি মজিবুর রহমান বলেন, হোসেনাবাদ ফজলুল হক উলুম বহুমুখী মাদরাসায় শিশু বলাৎকারের অভিযোগ এনে করা মামলার এজাহার নামীয় শিক্ষক সিরাজুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।