৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল এল সালভাদর

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এল সালভাদর ছাড়াও প্রতিবেশী দেশে গুয়াতেমালাতেও এই কম্পন অনুভূত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এল সালভাদরের উপকূলে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনও মৃত্যু বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে কেন্দ্রীভূত এই ভূমিকম্পটির গভীরতা ছিল সালভাদোরান শহর লা লিবার্টাদ থেকে ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৩৩.৯ কিলোমিটার গভীরে। অন্যদিকে, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারও (ইএমএসসি) এই ভূমিকম্পের মাত্রা ৬.১ বলে জানিয়েছে।