স্পেনে ইউরোপীয়দের কড়া সমালোচনা সৌদি পররাষ্ট্রমন্ত্রীর, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনকারী উল্লেখ করে দেশটির কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

‘গাজায় প্রতিদিন আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করা হচ্ছে’ উল্লেখ করে সৌদি মন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে এবং তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার যোগ্য।’

বৃহস্পতিবার স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের ‘যুদ্ধ এবং ছায়া যুদ্ধ: মধ্যপ্রাচ্যে ইউরোপের বিকল্পগুলো কী?’ শীর্ষক এক প্যানেল আলোচনায় অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় স্পেনসহ তিন দেশের সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় প্রশংসার পাশাপাশি ইসরায়েলের কর্মকাণ্ডে ইউরোপীয় দেশগুলোর ভূমিকার কঠোর সমালোচনা করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

প্রিন্স ফয়সাল আরও বলেন, ‘গাজা উপত্যকার পরিস্থিতি শুধুমাত্র ফিলিস্তিনি ইস্যুতে নয় বরং দক্ষিণ লেবাননসহ সমগ্র অঞ্চলকে প্রভাবিত করে এবং আরও উত্তেজনা সৃষ্টি করছে।’

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের বসতি স্থাপনের ক্রমাগত সম্প্রসারণের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা তুলে ধরে প্রিন্স ফয়সাল বলেন, ‘এটি ফিলিস্তিনে শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে।’ তিনি বলেন, ‘ইসরায়েলের প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার নিন্দা ইউরোপীয় দেশগুলোই করতে পারে।’

ইউরোপী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে সৌদি মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনকারী কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।’

ইউরোপীয়দের সমালোচনা করে প্রিন্স ফয়সাল বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ অংশ (ইউরোপীয়সহ যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সেসব দেশ) একমত যে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের স্থায়ী এবং ন্যায্য সমাধান হল দ্বি-রাষ্ট্রীয় সমাধান, তবুও তারা দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে দুর্বল করতে পারে এমন বিষয়গুলোর সামনে নিষ্ক্রিয়ভাবেই দাঁড়িয়ে আছে।’ উদাহরণস্বরূপ প্রিন্স ফয়সাল— ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের অব্যাহত বসতি সম্প্রসারণের কথা উল্লেখ করেন।

তবে সম্প্রতি যেসব ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রশংসাও করেন মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় দেশটির এই মন্ত্রী। স্পেনসহ যেসব ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের প্রশংসা করে তিনি বলেন, ‘‘এটি ‘খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ’’— যা শান্তি প্রক্রিয়াকে সমর্থন করে এবং একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে ঠেলে দেয়।’

প্রিন্স ফয়সাল গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ জনগোষ্ঠীর কাছে জরুরি মানবিক সহায়তা প্রদানের আহ্বান পুনর্ব্যক্ত করেন।