‘সাহস থাকলে জ্বালিয়ে দেখা’ বলায় পেট্রোল পাম্পে লাগিয়ে দিয়েছেন ভারতের বিহার রাজ্যের চিরণ নামে এক যুবক। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় হায়দরাবাদের একটি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। লাইটার জ্বালিয়ে আগুন লাগানোর অভিযোগে দুই জনকে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত চিরণ মদ্যপ অবস্থায় হাতে সিগারেটের লাইটার নিয়ে নাচারাম এলাকার পেট্রোল পাম্পে হাজির হয়। এসময় পেট্রোল পাম্পের কর্মী অরুণ অভিযুক্তকে জিজ্ঞাসা করেন তিনি লাইটারটি জ্বালাবেন কিনা। তখন অরুণ চিরানকে চ্যালেঞ্জ করে এবং বলে ‘সাহস থাকলে জ্বালিয়ে দেখা’।
এ কথা বলায় অভিযুক্ত চিরান লাইটারটি জ্বালিয়ে দেয়, ফলে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় দুই কর্মীসহ পেট্রোল পাম্পে ১০ থেকে ১১ জন ছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, আগুনের কাছে দাঁড়িয়ে থাকা এক নারী ও এক শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা অন্য সবাইকে দৌড়ে পালাতে দেখা যায়।
এ ঘটনায় পুলিশ চিরান ও পেট্রোল পাম্পের কর্মী অরুণকেও গ্রেপ্তার করেছে। নাচারাম পুলিশের ইন্সপেক্টর জি রুদবীর কুমার বলেন, ‘এই বিপজ্জনক কাজটি কেবল জীবনকেই ঝুঁকির মধ্যে ফেলবে না, বরং বিস্ফোরণও ঘটাতে পারত।