শ্রীলঙ্কায় মৌসুমী বন্যায় সাতজনের মৃত্যু

শ্রীলঙ্কায় মৌসুমী বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী কলম্বোর বাইরে সিতাওয়াকায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

দেশটি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে,বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নয়টি জেলায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও অফিস।

কেন্দ্রের পরিচালক প্রদীপ কোদিপি বলেন, কলম্বোতে বন্যার শঙ্কা বেড়েছে। শহরের দক্ষিণাঞ্চলে ৪০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ সরবরাহে সেনা মোতায়েন করা হয়েছে। বিমান বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন দুশান বলেন, তিনটি হেলিকপ্টারে করে উদ্ধারকর্র্মী দল দুর্যোগপূর্ণ এলাকায় পৌঁছেছে।

নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন জ্ঞান বিক্রমসুরিয়া জানিয়েছেন, নেভির ১০টি দল মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে আরও ১১৬টি ইউনিট।