শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া, আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু

রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর থেকে ৩.৯ থেকে ৫ মাত্রার বেশ কয়েকটি আফটার শক অনুভুত হয়।

স্থানীয় সময় রোববার (১৮ আগস্ট) সকালে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের জিওফিজিক্যাল সার্ভিস। এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন গণমাধ্যম সিএনএন।

ভূমিকম্পের কারণে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির থেকে ২৮০ মাইল দূরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল শহর কামচাটকাতে অবস্থিত শিবেলুচ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে বলে জানিয়েছে সিএনএন। শহরটিতে এক লাখ ৮০ হাজার জনসংখ্যা রয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৫৫ মাইল পূর্বে এবং মাটির ৩০ মাইল গভীরে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করে। কিছু সময় পরই সুনামির ঝুঁকি কেটে গেছে বলে জানানো হয়।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কম্পন অনুভূত হওয়ার পরই বাসিন্দারা বাসা থেকে বেরিয়ে আসেন। তবে কোন বড় ক্ষতি হয়নি বলে জানিয়েছে রুশ বার্তাসংস্থা তাস।