লেবাননে ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৩১, গাজায় হত্যা ১১ জনকে

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌছার পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে ৩১ জনকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। গাজায় নিহত হয়েছে ১১ জন। খবর আল জাজিরার। ওয়াফা নিউজ এজেন্সি বলছে, সাম্প্রতিক ঘণ্টায় গাজায় তিনটি মারাত্মক ইসরায়েলি হামলা হয়েছে।

আজ-জারকা এলাকায় হামলায় নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এছাড়া গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে হামলায় তিনজন নিহত ও অন্যান্য আহত হয়েছে। জেইতুন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে দুইজন নিহত ও অন্যরা আহত হয়েছে।

অপরদিকে ইসরায়েলি বাহিনী মধ্য বৈরুতে একটি আট তলা ভবনে বোমা হামলা করার কয়েকদিন পরও লেবাননের উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের ধ্বংসস্তূপে অনুসন্ধান করছেন।

বস্তা পাড়ায় হামলায় অন্তত ২৯ জন নিহত এবং ৬৬ জন আহত হয়।

গাজা উপত্যকায় শীতকালীন ঝড় প্রায় ১০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির তাঁবুর আবাসন ভেসে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছিটমহলের উত্তরে কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলের চলমান হামলার নিন্দা করেছে।

এদিকে হোয়াইট হাউস বলেছে, মার্কিন মধ্যপ্রাচ্য রাষ্ট্রদূত গাজায় সংঘাতের অবসানের জন্য একটি অনুঘটক হিসেবে লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সৌদি আরবে আলোচনা করবেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলায় অন্তত ১১৩৯ জন নিহত হয়। ওই সময় বন্দি করা হয় ২০০ জনেরও বেশি। এরপর থেকে এ পর্যন্ত গাজাজুড়ে অব্যাহত হামলা চালিয়ে কমপক্ষে ৪৪ হাজার ২৩৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ পর্যন্ত আহত হয়েছে এক লাখ চার হাজার ৬৩৮ জন।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন হাজার ৭৬৮ জন নিহত এবং ১৫ হাজার ৬৯৯ জন আহত হয়েছে। সূত্র আল জাজিরা।