যুদ্ধবিরতির আগে লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২২

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে অন্তত ২২ জন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার যে দিন লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতিতে পৌঁছাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার, সেই দিনই এ হামলা চালাল ইসরায়েলের বিমান বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, হামলায় বৈরুত, বালবেক, বেন্ত জেবেইল, চাকরা, আল বাস্তা ও বারবোর অঞ্চলে হতাহত হয়েছে। একই সময়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রীসভার বিশেষ সেশন আহ্বান করেন এবং সেখানে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন হয়। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরায়েল লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সরে যাবে। এছাড়া, হিজবুল্লাহ অস্ত্র সজ্জিত হতে বা নতুন অবকাঠামো নির্মাণ করতে পারবে না। গত কয়েক মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষে ৩,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ৫০০ এর বেশি নারী ও শিশু রয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করেছিল, এবং ৩০ সেপ্টেম্বর থেকে তাদের স্থল বাহিনী দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে। এছাড়া, ইসরায়েলি বাহিনীর হামলার কারণে লেবাননে ৬০,০০০ এরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।