যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৬

যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৬ এ পৌঁছেছে। ঝড়ের কারণে কয়েকটি রাজ্যের হাজার হাজার বাসিন্দার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শুক্রবার অন্তত সাতটি রাজ্যে ছোট আকারের ৬০টিরও বেশি টর্নেডোর তথ্য রেকর্ড করা হয়েছে। আরকানসাস, টেনেসি, ইলিনয়, ইন্ডিয়ানা, আলাবামা এবং মিসিসিপিসহ সব রাজ্যেই ঝড়ের আঘাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আরকানসাসে। রাজ্যটির ভিন শহরের ওপর দিয়ে যাওয়া একটি টর্নেডো পুরো এলাকাকে তছনছ করে দিয়ে গেছে। গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স শুক্রবার আরকানসাস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ধার তৎপরতায় সহায়তা করার জন্য জাতীয় রক্ষী বাহিনী তলব করা হয়েছে। শুক্রবারের ঝড়ের কারণে ইলিনয় রাজ্যের বেলভিডেরেতে একটি থিয়েটারের ছাদ ধসে পড়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে এবং ২৮ জন আহত হয়েছে। টেনেসির ম্যাকনেইরি কাউন্টিতে ঝড়ের আঘাতে কমপক্ষে সাত জন মারা গেছে। কর্তৃপক্ষ শনিবার সন্ধ্যায় ধসে পড়া ভবনগুলির মধ্যে উদ্ধার অভিযান চালিয়েছে। ম্যাকনেরি কাউন্টি শেরিফ গাই বাক সিএনএনকে বলেন, ‘কাউন্টির পশ্চিম দিকে এবং কাউন্টির পূর্ব দিকে মানুষ মারা গেছে।’