ভারতে লোকসভা নির্বাচনে দেশব্যাপী ভোটগ্রহণ চলছে। সাত দফায় চলমান এই নির্বাচনে দেশটির উত্তর ২৪ পরগণায় বনগাঁ সংসদীয় এলাকায় আগামী ২০ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই ভোটগ্রহণকে নির্বিঘ্ন করতে উত্তর ২৪ পরগণার জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা নির্বাচন অফিসার থেকে বেনাপোল স্থলবন্দর সীমান্তে সকল পারাপার বন্ধ রাখতে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, আগামী ২০ মে ১৪-বনগাঁ সংসদীয় আসনের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
যা চলবে সেদিন সকাল ৬টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ভোটগ্রহণকে নির্বিঘ্ন করতে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় আইন আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বজায় থাকবে। পাশাপাশি ওই সময় এলাকায় সকল ধরণের যানবাহন চলাচল বা জনসমাগম নিষিদ্ধ থাকবে।
শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬ টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না বলেও প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়।