বুথফেরত জরিপ নিয়ে যা বললেন মমতা

ভারতের লোকসভা নির্বাচনের বুথফেরত জরিপ অনুযায়ী এগিয়ে আছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই জরিপকে ভুয়া বলে আখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার দাবি, এই জরিপের কোনো মূল্য নেই। তৃণমূল কংগ্রেসই আবার ক্ষমতায় আসবে।

গতকাল রবিবার প্রকাশিত বুথফেরত জরিপে আভাস পাওয়া গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৫৪৩ আসনের লোকসভায় ৩৫০টি আসন পেতে যাচ্ছে।শেষ দফায় ভোটগ্রহণের পর এই জরিপ তৈরি করা হয়।

মমতা বলেছেন, ‘আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে, তাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এটা একেবারে ভেগ, একেবারে ফেক।’

তিনি বলেন, ‘সংবাদমাধ্যম কী করে বলে দিচ্ছে, ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে… কত টাকার বিনিময়ে? আমি এই সংবাদমাধ্যমের হিসাব মানি না। কর্মীদের বলব শক্ত থাকতে। গণনা ভাল করে করতে। যা দেখিয়েছে সংবাদমাধ্যম, তার দ্বিগুণ পাব। প্রত্যেকটা আসন আমরা জিতব।’