নিউ ইয়র্কের ম্যাপলউড পার্কে গোলাগুলি, হতাহত ৭

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি গোলাগুলির ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ জুলাই) সন্ধ্যায়  রচেস্টারের ম্যাপলউড পার্কে বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

রচেস্টার ফার্স্ট ডটকমের বরাত দিয়ে সোমবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, রচেস্টার পুলিশ বিভাগ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর বন্দুকের গুলিতে আহত বেশ কয়েকজনকে উদ্ধার করেন।

একজন ২০ বছর বয়সীকে বয়সীকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। ছয়জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যোগাযোগমাধ্যমে যে ফুটেজ শেয়ার করেছেন সেখানে ম্যাপলউড পার্কে গুলির শব্দে আতঙ্কে লোকজনকে ছোটাছুটি করতে দেখা গেছে।

এই ঘটনায় আয়রনডেকুয়েট পুলিশ, মনরো কাউন্টি শেরিফের অফিস, রচেস্টার পুলিশ এবং নিউ ইয়র্ক স্টেট পুলিশ সহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থা কাজ শুরু করছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাগুলির আগে পার্কে একটি পার্টি চলছিল। তবে কী কারণে এই সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সন্দেহভাজনদের শনাক্ত করতে ও হামলার পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত করছে।