দক্ষিণ কোরিয়ায় আবর্জনাবোঝাই আরও শত শত বেলুন পাঠাল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ফের আবর্জনাবোঝাই বেলুন পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ায়। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া এক রাতেই  আবর্জনাবোঝাই আরও প্রায় ৬০০ গ্যাস বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গতকাল শনিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে আবর্জনাবহনকারী বেলুনগুলো নেমে আসে। এসব বেলুনে সিগারেটের ফেলে দেওয়া টুকরো, কাপড়, বাতিল কাগজ এবং প্লাস্টিকের আবর্জনা ছিল বলে রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বেলনগুলো কোথা থেকে উড়ে আসছে, সামরিক বাহিনী তা শুরু থেকে পর্যবেক্ষণ করছে এবং আকাশে নজরদারি চালিয়ে বেলুনগুলো খুঁজে বের করেছে।  বেলুনগুলোর নিচে ঝুলছিল আবর্জনার ব্যাগ।

এর আগেও গত বুধবার উত্তর কোরিয়া কয়েকশ বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠায়। সেইসব বেলুনের মধ্যে পয়োঃবর্জ্যের মত আবর্জনাও ছিল। সেইসময় উত্তর কোরিয়া উপহাস করে বলেছিল, সেসব তাদের ‘আন্তরিকতার উপহার’।

উত্তর কোরিয়ার এমন কার্যকলাপে বেশ চটেছে দক্ষিণ কোরিয়া। দেশটি এক বিবৃতিতে উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করেছে।