সিংড়ায় বিএনপি-যুবদলের দুই নেতা গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় পুলিশের করা বিস্ফোরক আইনে মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে বিস্ফোরক মামলায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—উপজেলার চামারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও কলম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক জুয়েল।

এর আগে গত ২২ জুলাই সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ ১৪ বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫৬-৬৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন।

এ মামলায় গত ৫ দিনে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৯ জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, ‘বিস্ফোরক আইনে করা মামলায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’