কক্সবাজার টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের জাহাজপুড়া নৌ-ঘাট দিয়ে মিয়ানমার হতে রাতের অন্ধকারে অনুপ্রবেশ কালে ৩৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২১ জন শিশু, ১২ জন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তারা সকলে মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে স্বীকার করেছেন।
সোমবার রাতে টেকনাফের বাহার ছড়া জাহাজ পুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গা এক নারী জানান, আমাদের আরাকান আর্মি অনেক নির্যাতন করছে, তাই জীবন বাঁচাতে চলে এসেছি।
তিনি আর বলেন, মিয়ানমারের দালালদের সঙ্গে কথা বলে ১৫ হাজার টাকা দিয়ে বোট যোগে আমরা এসেছি।
টেকনাফ বাহার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, দালালেরা টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিয়ানমার থেকে নিয়ে আসেন। আজও বাহার ছড়া জাহাজ পুড়া এলাকা হতে শিশুসহ অনেক অনুপ্রবেশ করেছে।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, রাতে দালালদের সহযোগিতায় ট্রলারে করে মিয়ানমার হতে শিশুসহ ৩৭ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে বিজিবির হাতে হস্তান্তর করা হয়েছে।