পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশে বড় ধরনের রদবদল হয়েছে। ১৩ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এ ছাড়া, ৭ ডিআইজিকেও রদবদল করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নীলফামারী জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আল বেলি আফিফাকে গোপালগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। এন্টি টেরোরিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার মো. আসলাম খানকে মুন্সিগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এইচ এম আব্দুর রকিবকে কুষ্টিয়া জেলায়, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. সাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মো. সাইদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন-১ ঢাকার পুলিশ সুপার মো. শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, এন্ট্রি টেরোরিজম ইউনিট ঢাকার অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামানকে ভোলা জেলায় এবং মাদারীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার গাজীপুর মহানগর এবং গাজীপুর মহানগরের (বদলির আদেশ প্রাপ্ত) মো. মাহবুবুল আলমকে শরীয়তপুর জেলায় বদলি করা হয়েছে।