নিজের কেনা প্রাইভেটকার বেশ কিছুদিন আগে বিক্রি করে দিয়ে নিজেই আবার সেই গাড়ি চুরি করে ধরা খেয়েছেন এক ব্যক্তি।
এর আগে গত রোববার (৬ অক্টোবর) শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকা থেকে অভিযুক্ত মো. মেহেদী হাসানকে পুলিশ আটক করে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর ফরিদপুরের শহরের গোল চামট ওয়ারলেসপাড়া গ্যারেজ থেকে গাড়িটি চুরি যায়।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল জানান, গত ২৫ সেপ্টেম্বর সকাল দশটার দিকে গোয়ালচামট ওয়ারলেস পাড়া গ্যারেজ হতে জনৈক সাইফুল ইসলাম হৃদয়ের একটি প্রাইভেট কার চুরি হয়। পরবর্তীতে এ নিয়ে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত রোববার শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকা থেকে মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তিনি প্রাইভেট কারটি চুরি করার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে সোমবার (৭ অক্টোবর) ঢাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরও জানান, এই গাড়িটি তার নিজেরই ছিল। দুই বন্ধু ভাগে গাড়িটি কেনেন। পরবর্তীতে বিক্রি করলে একটি চাবি নিজের কাছে রেখে দেন। আর এই চাবি দিয়েই গাড়িটি চুরি করে নিয়ে যান তিনি।
গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদউজ্জামান প্রমুখ।