গ্রেপ্তার আইনজীবীদের মুক্তি চাইলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি খোকন

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমসহ গ্রেপ্তার আইনজীবীদের মুক্তি চেয়েছেন বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েন অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বারের সভাপতি বলেন, ‘তদন্ত শুরুর আগেই পাইকারি হারে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে সরকার। তদন্ত ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বিরোধী রাজনৈতিক নেতাদের নাম উল্লেখ করে বক্তব্য দিচ্ছেন। এটা আইনের শাসনের পরিপন্থী। অবিলম্বে এটা বন্ধ করতে হবে।’

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে পুলিশ খুব কাছ থেকে নিরস্ত্র আবু সাঈদকে গুলি করে হত্যা করেছে। অথচ পুলিশ বাদী হয়ে রংপুরের তাজহাট থানায় যে মামলা দায়ের করেছে সেখানে আন্দোলনরত শিক্ষার্থীসহ বিরোধী নেতাকর্মীদের দায়ী করে অভিযুক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এসব হত্যার সঙ্গে জড়িত অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সত্য সংবাদ তুলে ধরুন, এটা আপনাদের জাতীয় দায়িত্ব। কোনো ধরনের একপেশে সংবাদ পরিবেশন করবেন না। সরকারের কাছে দেশের চলমান কারফিউ প্রত্যাহার এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম চালু ও মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সৈয়দ ফজলে ইলাহী অভি, ফাতেমা আক্তার প্রমুখ।