সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে আমেরিকা প্রবাসী নোয়াখালীর আলোচিত আকবর হোসেন বাবুল হত্যা মামলার রায়ে ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১ টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসিরন জাহান এ আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, লিপি আক্তার, রহমত উল্লাহ রনি, কামাল হোসেন, তাজুল ইসলাম ও সজিব। তারা সবাই নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা। এ হত্যাকাণ্ডের মূলহোতা নিহতের ছোট ভাইয়ের বউ লিপি আক্তার। অন্যরা এই হত্যাকাণ্ডের সহযোগী বলে জানা গেছে। আসামি লিপি আক্তার ও সজিব পলাতক রয়েছেন। বাকি তিন আসামির সামনে রায় পড়ে শোনান বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন। মামলাসূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকার ডোবায় একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, মরদেহটি নোয়াখালীর বাসিন্দা আমেরিকা ফেরত আকবর হোসেন বাবুলের। ফেসবুকে ছবি দেখে মরদেহ শনাক্ত করেন তার স্ত্রী ফাতেমা বেগম। এ ঘটনায় কুমিল্লা লাকসাম থানার উপপরিদর্শক শেখ মিল্টন রহমান বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৬ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন। আসামিদের মধ্যে তাজুল ইসলাম রুবেল ছাড়া বাকি ৪ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।