জম্মাষ্টমীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জম্মাষ্টমীর (ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি) দু‘দেশের সরকারি ছুটির কারণে সোমবার (২৬ আগস্ট) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক আছে। আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দু‘দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্য বোঝাই ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, জম্মাষ্টমী উপলক্ষে দুই দেশের সরকারি ছুটির কারণে সোমবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ আছে। সেই সঙ্গে কাস্টমস ও বন্দরে কার্যক্রমও বন্ধ থাকবে।

দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল থেকে ফের স্বাভাবিক বাণিজ্য শুরু হবে। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে।