আসলেই কি টাকার নকশায় বাদ পড়বে বঙ্গবন্ধুর ছবি

দেশে প্রচলিত বিভিন্ন অংকের টাকার গায়ে দেওয়া রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। তবে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, বঙ্গবন্ধুর ছবি সংবলিত এসব টাকার নোট বাজার থেকে সরিয়ে ফেলা হবে এবং সেইসব নোটের পরিবর্তে বাজারে নতুন নোট ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে- আসলেই কি এমন কিছু ঘটতে যাচ্ছে? বঙ্গবন্ধুর ছবি কি আসলেই আর থাকবে না নোটগুলোতে?

আজ রবিবার এ বিষয়ে গণমাধ্যমকে তথ্য দিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা।

তিনি জানিয়েছেন, নোট থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া কিংবা নতুন টাকা ছাপানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, ‘সম্প্রতি দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে ২০, ১০০, ৫০০ ও ১ হাজার টাকার নোট নতুন করে ছাপানো এবং নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়ার খবর প্রকাশিত হয়েছে। তবে এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কিছুই জানে না।’

এ মুখপাত্র আরও জানান, আগামী দেড় থেকে দুই বছরের আগে নতুন নোট ছাপানো বা নোটের নকশা পরিবর্তনের কোনো সিদ্ধান্ত কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ নেয়নি।

এদিকে এ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপ-সচিব এলিশ শরমিন জানান, নতুন টাকা ছাপানো বা নকশা পরিবর্তন চেয়ে বাংলাদেশ ব্যাংককে কোনো চিঠি দেওয়া হয়নি। আপাতত এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা নেই।

এর আগে গত শনিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়, টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রাথমিকভাবে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। নতুন নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বাংলাদেশ ব্যাংককে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেওয়া হয়েছে।