মৌলভীবাজারে লকডাউন না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়
মোঃ তাজুদুর রহমান,মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে ০৬ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজর ও শেরপুর এলাকায় লকডাউন না মানায় ও দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি নির্দেশ না মেনে দোকানপাট খোলা রাখার কারণে ৯টি মামলায় মোট ৪ হাজার ৩শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং করোনা প্রতিরোধে লকডাউন কার্যকর করতে জনগণকে উদ্বুদ্ধ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার সদর সুনজিত কুমার চন্দ্র ও জেলা প্রশাসন,মৌলভীবাজারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন সদর থানা পুলিশ।
উল্লেখ্য যে, করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন নিশ্চিতে এবং জনসচেতনা বৃদ্ধিতে মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
মৌলভীবাজার বাসীকে আবারও মাস্ক পরিধানসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হলো।